ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

২০২৫ অক্টোবর ২২ ১৯:৪১:২১

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ঢাকা কাস্টমস আগামী ২৪-২৫ অক্টোবর (শুক্র ও শনিবার) তাদের কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছে। ঢাকা কাস্টমস হাউস, এর এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্রম এই দুই দিন খোলা থাকবে।

বুধবার (২২ অক্টোবর) জয়েন্ট কমিশনার কাস্টমস সুমন দাশের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও জানানো হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ঢাকা কাস্টমস... বিস্তারিত