ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান: খেলাটি সরাসরি দেখুন

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়েতে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেও আফগানিস্তান এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। টস জিতে জিম্বাবুয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করালেও, আফগান পেসার জিয়াউর রহমান শরীফি একাই ধস নামিয়ে ৭ উইকেট তুলে নেন।
দ্বিতীয় দিনের চিত্র
জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৫৯ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার বেন কারান এক অসাধারণ সেঞ্চুরি (১২২) করেন, যিনি ১৯৯৭ সালের পর হারারে স্পোর্টস ক্লাবে সেঞ্চুরি করা প্রথম জিম্বাবুইয়ান ওপেনার। তাকে দারুণ সমর্থন দেন অভিজ্ঞ সিকান্দার রাজা (৬৫)।
জিম্বাবুয়ের বড় স্কোরের পথে সবচেয়ে বড় বাধা হন আফগানিস্তানের ডানহাতি পেসার জিয়াউর রহমান শরীফি, যিনি তাঁর ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ৭/৯৭ অর্জন করেন।
জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তান ১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করে। আফগানিস্তান এখনো জিম্বাবুয়ের থেকে ১৯৮ রানে পিছিয়ে আছে। দলের ওপেনার ইব্রাহিম জাদরান ২৫ রান করে অপরাজিত আছেন।
দুই দলের একাদশ;
উভয় দলই এই টেস্টে তরুণ এবং অভিজ্ঞতার মিশ্রণ ঘটিয়েছে। উল্লেখ্য, আফগানদের তারকা স্পিনার রশিদ খানকে কাজের চাপ সামলাতে এই টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
জিম্বাবুয়ে; ব্রায়ান বেনেট, বেন কারান, নিক ওয়েলচ, ব্রেন্ডন টেলর, ক্রেগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, তাফাদজওয়া সিগা (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, তানাকা চিভাংগা।
আফগানিস্তান; ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, বাহির শাহ, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইসমাত আলম, শরাফউদ্দিন আশরাফ, খলিল গুরবাজ, ইয়ামিন আহমাদজাই, জিয়াউর রহমান শরীফি।
খেলাটি দেখবেন যেভাবে;
অনলাইন স্ট্রিমিং (Streaming Services)
বর্তমানে এই ধরনের বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব কোনো না কোনো অনলাইন প্ল্যাটফর্ম কিনে নেয়।
FanCode: এই সিরিজটি ভারতে এবং এই অঞ্চলের কিছু দেশে সাধারণত FanCode প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হয়। আপনি তাদের অ্যাপ বা ওয়েবসাইট দেখতে পারেন।
সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের প্ল্যাটফর্ম: কখনো কখনো জিম্বাবুয়ে ক্রিকেট (Zimbabwe Cricket) বা আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে ম্যাচটি সরাসরি স্ট্রিম করে।
টেলিভিশন চ্যানেল
বিদেশের চ্যানেল: দক্ষিণ এশিয়া বা অন্যান্য অঞ্চলে Sony Sports Network বা Star Sports এর মতো চ্যানেলগুলোতে এই সিরিজের সম্প্রচার স্বত্ব থাকার সম্ভাবনা থাকে।
এছাড়াও ফেসবুকে "Afghanistan vs Zimbabwe Live Telecast","ZIM vs AFG Live Streaming Channel" লিখে সার্চ করলে খেলাটি পেতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড