ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

হল সংসদ ও প্রশাসনের জটিলতায় ব্যাহত ঢাবির মেডিক্যাল ক্যাম্প

২০২৫ অক্টোবর ২২ ১২:৩১:৫৯

হল সংসদ ও প্রশাসনের জটিলতায় ব্যাহত ঢাবির মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হলে বিনামূল্যে ডেন্টাল মেডিক্যাল ক্যাম্প আয়োজনের উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ডট ইনিশিয়েটিভ দাবি করেছে, হল সংসদ ও প্রশাসনের জটিলতায় তারা নির্ধারিত দিনে ক্যাম্প পরিচালনা করতে পারেনি।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) হলটিতে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস অভিযোগ করেন, প্রোগ্রামের আগের রাতে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাসুম আব্দুল্লাহ ক্যাম্পটি “রিসিডিউল না করলে আয়োজন করা যাবে না” বলে জানিয়ে দেন।

রাইয়ান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বলেন “আমরা বিভিন্ন হলে অনুমতি নিয়ে সফলভাবে ক্যাম্প করেছি। কবি জসীমউদ্দীন হলেও একইভাবে অনুমতির চেষ্টা করেছি। প্রভোস্ট স্যারকে আবেদনপত্র জমা দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠিয়েছি। কিন্তু পরদিন রাতেই জানানো হয় অনুমতি পাওয়া যায়নি, প্রোগ্রাম স্থগিত করতে হবে।”

তিনি আরও জানান, সকালে ডাক্তার ও স্বেচ্ছাসেবীরা হলে পৌঁছালে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বলেন, “আমি আবেদন দেওয়ার পর বলেছিলাম, একজন হাউস টিউটর যাচাই-বাছাই করে দেখবেন শিক্ষার্থীদের জন্য এটি উপকারী কি না। এরপর আমি অনুমোদন দেব। কিন্তু বিভাগীয় কাজে ব্যস্ত থাকায় আবেদনটি অফিসে রেখে যাওয়া হয়, ফলে আমি তা যাচাই করতে পারিনি।”

তিনি আরও বলেন, “রাতে ফেসবুকে দেখি প্রোগ্রামের সময়সূচি ঘোষণা করা হয়েছে, অথচ আমার অনুমোদন নেওয়া হয়নি। তাই প্রশাসনিক কর্মকর্তা রবিউলকে জানিয়েছি অনুমতি ছাড়া কোনো কার্যক্রম করা যাবে না।”

প্রভোস্ট স্পষ্ট করেন, “হল সংসদের এখতিয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন নয়; তারা কেবল শিক্ষার্থীদের মতামত প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারে।”

এদিকে হল সংসদের জিএস মাসুম আব্দুল্লাহ বলেন, “রাতে প্রভোস্ট স্যার ফোনে জানতে চান, প্রোগ্রামটি কারা করছে। আমি জানাই, আমরা সংসদ থেকে করছি না। স্যার জানান অনুমতি দেওয়া হয়নি, তাই তাদের রিসিডিউল করতে বলেছি। আমরা কাউকে বাধা দিইনি; শুধু প্রশাসনিক নিয়ম জানিয়ে দিয়েছি।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ