ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ অক্টোবর ২১ ২২:১৬:৪০

মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মানবাধিকার সংগঠনগুলোর উত্থাপিত সব দাবি সরকারের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। একই সাথে তিনি জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের তদন্তের দাবির বিষয়ে ভারত এখনো কোনো জবাব দেয়নি।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ (এইচআরডব্লিউ) ছয় মানবাধিকার সংগঠনের চিঠি দেওয়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, "মানবাধিকার সংগঠনগুলো তাদের কাজ করবে, তবে সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। যখন কোনো মানবাধিকার নিয়ে উদ্বেগ আসে, সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়।" তিনি আরও যোগ করেন যে, "সবার দৃষ্টিভঙ্গি এক না, এবং সরকারকে অনেক কিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।"

চিঠির বিষয়ে সরকার প্রতিক্রিয়া জানাবে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, "যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ বিষয়ে আমাদের কাছ থেকে কোনো উত্তর চান, সেটা অবশ্যই জানাবো।" উল্লেখ্য, ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি প্রকাশ করেছিল।

অপরদিকে, ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি হত্যার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা ভারতের কাছে তদন্তের দাবি করেছি। তবে ভারত এ পর্যন্ত কোনো জবাব দেয়নি।" তিনি জানান, "ভারত যে বয়ান দিয়েছে, সেটা আমরা নাও গ্রহণ করতে পারি।" তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, "অবশ্যই কোনো দেশের আইনে এটা অনুমোদিত নয়। তাই আমরা চাই সুষ্ঠু তদন্ত এবং যথাযথ বিচার প্রক্রিয়া হোক।"

ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তিনি আরও উল্লেখ করেন যে, ৫ আগস্টের পর বাংলাদেশে ভারতের অনেক প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, তবে কিছু প্রকল্প আবার চালু হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত