ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

৩৮ বন্ধুর কক্সবাজার ভ্রমণ, পথেই হারিয়ে গেলেন ২ জন

২০২৫ অক্টোবর ২১ ১৮:১৩:২৬

৩৮ বন্ধুর কক্সবাজার ভ্রমণ, পথেই হারিয়ে গেলেন ২ জন

নিজস্ব প্রতিবেদক :ঢাকার নবাবগঞ্জ, দোহার ও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ৩৮ জন তরুণ বন্ধু মিলে মোটরসাইকেলে করে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। ১৯টি বাইকে করে তারা ১৬ অক্টোবর রওনা দেন এবং ২০ অক্টোবর বাড়ি ফেরার সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখানের ঘনশ্যামপুর এলাকায় বন্ধু ইমন ভূঁইয়াকে তার বাড়িতে পৌঁছে দিতে গিয়ে ধলেশ্বরী সেতুর উপর একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারান সামিউল ইসলাম (২১) ও ইমন ভূঁইয়া (২২)।

নিহত সামিউল ইসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ভৈরাহটি গ্রামের প্রবাসী মো. লিয়াকত শেখের একমাত্র সন্তান। আর ইমন ভূঁইয়া মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু ভূঁইয়ার ছেলে।

সামিউলের দাদা শেখ আব্দুল বারেক জানান, পরিবারের অমতে সামিউল বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়েছিল। ভ্রমণ শেষে ফেরার পথে ইমনকে বাড়ি পৌঁছে দিতে ধলেশ্বরী সেতুর ওপর গেলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, সামিউল সদ্য সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত