ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ ফিল্ডিংয়ে, প্রথম বলেই মারুফার ঝড়

ডুয়া স্পোর্টস নিউজ :নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে লিগ পর্বের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেমিফাইনালে পৌঁছানোর সম্ভাবনা নির্ভর করছে লিগ পর্বের প্রতিটি জয় ও পারফরম্যান্সের উপর।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার দল। শুরুতেই তাদের হাতে ঝুঁকি আসে, যখন প্রথম বলেই মারুফার বলে এলবিডব্লিউ হয়ে যান ভিশ্মি। প্রথম আম্পায়ারের আউট না দেওয়ায় বাংলাদেশ দল রিভিউ নিলে মারুফা সফলভাবে সেই উইকেট নিশ্চিত করেন। ওই ওভারে তিনি ৮ রান দিয়েছেন, যা দলের শুরুতে নিয়ন্ত্রণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ম্যাচের শেষ চার ওভারে শ্রীলংকার সংগ্রহ দাঁড়িয়েছে ১৬/১ রান। এটি বোঝাচ্ছে, ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ তাদের বোলিং আক্রমণ শক্তিশালীভাবে প্রয়োগ করছে এবং ব্যাটিংয়ের দিকে চাপ তৈরি করছে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার মারুফা আক্তার এবং স্পিন বিশেষজ্ঞ নাহিদা আক্তারকে। সর্বশেষ ম্যাচে তারা একাদশের বাইরে থাকলেও এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ফেরানো হয়েছে। এটি বাংলাদেশ দলের জন্য শক্তিশালী আক্রমণ ও ব্যালান্স বজায় রাখার উদ্দেশ্যে নেয়া একটি কৌশল।
বাংলাদেশের একাদশে রয়েছেন ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, অধিনায়ক নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার এবং মারুফা আক্তার। এই একাদশে সতীর্থদের পারফরম্যান্স এবং অভিজ্ঞতা মিলিয়ে দলের লক্ষ্য হচ্ছে শ্রীলংকার উপর জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছানো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার