ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বিএনপিকে সমালোচনা গ্রহণের আহ্বান: মাহমুদুর রহমান

২০২৫ অক্টোবর ২০ ১৮:২৩:১৫

বিএনপিকে সমালোচনা গ্রহণের আহ্বান: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক :পত্রিকা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) সমালোচনামূলক সংবাদ গ্রহণের মনন গড়ে তুললে তা দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য উপকারে আসবে। তিনি সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘জুলাই যোদ্ধাদের’ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে দাবি করেন, গতকাল (১৯ অক্টোবর) তাঁর এক সহকর্মীর ওপর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে হামলা হয়েছে এবং এটিকে তিনি নিজে প্রতিপন্ন করেছেন — ‘সহকর্মীর ওপর যে আঘাত হয়েছে, আমি মনে করি সে আঘাত আমাকে করা হয়েছে।’

মাহমুদুর বলেন, সমালোচনাকে গ্রহণ করতে শেখাই উচিত রাজনৈতিক দলের; সমালোচনাকে মানতে হবে তাদেরও এবং সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখাই সংবাদকর্মীর কर्तব্য। তিনি অভিযোগ করেন, সমালোচনার বদলে রাজনৈতিক নেতারা যদি সাংবাদিকদের গায়ে হাত তুলেন বা আহত করেন, তা সমাজ ও গণতন্ত্রের জন্য অবৈধ ও অগ্রহণযোগ্য।

বক্তব্যে তিনি নিজের পুরনো অভিজ্ঞতাও স্মরণ করেন—কুষ্টিয়ায় ২০১৮ সালে যে রক্তাক্ত ঘটনা ঘটেছিল তা ও গতকালের ঘটনা একই সারির বলে উল্লেখ করে বলেন, ‘দুই ঘটনার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।’ তিনি আশ্বস্ত করেন, তার পত্রিকা কোনো রাজনৈতিক দলের নয়, বরং দেশের পক্ষে কাজ করে এবং ফ্যাসিবাদ ও অন্যায়কে চ্যালেঞ্জ করে যেতে থাকবে।

মাহমুদুরুর কথায়, বড় কোনও সামাজিক বা রাজনৈতিক বিপ্লব সত্ত্বেও যখন এখনও রাজনৈতিক নেতৃবৃন্দ সমালোচনার গুরুত্ব ও স্বাধীন সংবাদমাধ্যমকে গ্রহণ করতে পারেননি, তখন সমাজ কী শিখেছে—এ প্রশ্নবোধক অবস্থাই রেখে দেন তিনি।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত