ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

প্রেমের বিয়ের মাত্র তিন মাসে শিক্ষার্থী সুমীর মৃ’ত্যু

২০২৫ অক্টোবর ২০ ১৭:৩৭:০৮

প্রেমের বিয়ের মাত্র তিন মাসে শিক্ষার্থী সুমীর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভালোবেসে বিয়ের তিন মাসের মাথায় লাশ পাওয়া গেছে মোছা সুমী খাতুনের (২২)। তিনি সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার রোকনপুর দামরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমী খাতুন চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে। তিন মাস আগে তিনি ভালোবেসে একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানের সঙ্গে বিয়ে করেন। প্রথমে স্বামীর পরিবারের অমতে বিয়ে হওয়ায় তাদের মধ্যে বৈরিতা ছিল, তবে আত্মীয়-স্বজনের মধ্যস্থতায় উভয়পক্ষ মেনে নেয়।

রোববার বিকালে সুমী স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যান। প্রায় দেড় ঘণ্টা পর সজীবের পরিবার জানায়, সুমী ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমীর বাবা রেজাউল করিম এই ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন। তিনি বলেন, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রতিশ্রুতি দিয়েছেন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এস. এম সাজিদ হাসান জানান, সুমী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে লাশটি শেরপুর থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন মাসুদ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে রাতে সুমী খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত