ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
ত্রয়োদশ নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ দ্বায়িত্বে থাকবে : ইসি

নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এর মধ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ এবং সারা দেশে আনুমানিক সাড়ে ৫ লাখ আনসার সদস্য মাঠে থাকবেন।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব। বৈঠকের উদ্দেশ্য ছিল নির্বাচনের অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা।
আখতার আহমেদ বলেন, “সবাই চায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হোক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতাতেই থাকবে। আর আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে, সেভাবেই মোতায়েন করা হবে।”তিনি জানান, সেনাবাহিনীর পাশাপাশি দেড় লাখ পুলিশ দায়িত্বে থাকবে, আর আনসার বাহিনীর সদস্যরাও বৃহৎ পরিসরে কাজ করবে। সব মিলিয়ে প্রায় ৬ লাখ নিরাপত্তাকর্মী নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
ইসি সচিব আরও জানান, নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারির জন্য ড্রোন ব্যবহার করতে পারবেন।আগের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো জানিয়ে তিনি বলেন, “এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে—ভোটের আগের তিন দিন, ভোটের দিন এবং ভোটের পর চার দিন। আমরা বিষয়টি পরীক্ষা করে দেখব।”
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে আখতার আহমেদ বলেন, “লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ ইতোমধ্যে উদ্ধার হয়েছে। বাকি অংশ উদ্ধারে কাজ চলছে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর