ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

এবার বিপিএলের আসরে দেখা যাবে না ফরচুন বরিশালকে

২০২৫ অক্টোবর ২০ ১৩:৩৪:৫৬

এবার বিপিএলের আসরে দেখা যাবে না ফরচুন বরিশালকে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। মাঠ ও মাঠের বাইরের নানা কারণে প্রতিটি আসরেই আলোচনায় থাকে এই টুর্নামেন্ট। এবারও ব্যতিক্রম নয়।

চলতি বছরের ডিসেম্বরেই বিপিএলের দ্বাদশ আসর আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ফরচুন বরিশাল এই নির্ধারিত সময়সূচিতে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলের মালিক মিজানুর রহমান।

বিসিবি গত ১২ অক্টোবর বিপিএলের নতুন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজির আবেদন বিজ্ঞাপন প্রকাশ করে। ১৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। ইতোমধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল জানাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এবং চূড়ান্তভাবে ছয়টি দলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হতে পারে।

মিজানুর রহমান বলেন, "ডিসেম্বরের জন্য সময় খুবই কম। স্বল্প সময়ে বাজেট জোগাড়, খেলোয়াড় নিশ্চিত করা ও অন্যান্য প্রস্তুতি নেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন। এক-দেড় মাসে ২৪ ঘণ্টা কাজ করলেও সব কিছু ঠিকঠাক করা সম্ভব নয়।"

তিনি আরও জানান, আগেও টুর্নামেন্ট পিছানোর অনুরোধ করেছিলেন। "আমরা সবসময় খেলাধুলার সঙ্গে ছিলাম এবং থাকব। যদি সময়টা একটু বাড়ানো হয়, আমরা অবশ্যই অংশ নেব।"

ফরচুন বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন স্লটে বিপিএল আয়োজন হলে তারা অবশ্যই অংশগ্রহণ করবে। তবে ডিসেম্বরেই টুর্নামেন্ট শুরু হলে এবার মাঠে দেখা যাবে না বরিশালকে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত