ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

দুপুরের মধ্যে ছয় জেলায় ঝড়ের সম্ভাবনা

২০২৫ অক্টোবর ২০ ১০:১৮:২৯

দুপুরের মধ্যে ছয় জেলায় ঝড়ের সম্ভাবনা

ডুয়া ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় জেলায় আজ দুপুরের মধ্যে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের মতো অস্থায়ী দমকা বাতাস এবং বজ্রবৃষ্টি দেখা দিতে পারে, তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে যাতে মৎস্যজীবী, নৌকা ও জাহাজ চলাচলে সতর্কতা অবলম্বন করা যায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত