ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: ফুটবলে নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক: আফ্রিকার ফুটবলে ইতিহাস গড়ে মরক্কো! প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে দেশটি। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তারা শক্তিশালী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে নতুন অধ্যায় রচনা করে।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল মরক্কোর তরুণরা। প্রথমার্ধে দুটি গোল করে ব্যবধান গড়ে দেন ইয়াসির জাবিরি। ম্যাচের ১২তম মিনিটে প্রথম গোলটি করেন তিনি, এরপর ২৯তম মিনিটে ওথমান মামার পাস থেকে দ্বিতীয়বার বল জালে জড়িয়ে দলকে নিরাপদ দূরত্বে নিয়ে যান।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আক্রমণাত্মক হয়ে উঠলেও মরক্কোর দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের দক্ষতায় সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জিতে মরক্কো অর্জন করে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম শিরোপা।
এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে মরক্কো। অন্যদিকে, কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে মরক্কোর কাছে হেরে সপ্তম শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এই জয়ের মধ্য দিয়ে ২০০৯ সালের পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো। এর আগে ঘানা সর্বশেষ এই কীর্তি গড়েছিল।তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে।
স্টেডিয়ামে উপস্থিত ছিল মরক্কোর বিপুলসংখ্যক সমর্থক। পতাকা উড়িয়ে, গান গেয়ে, উল্লাসে ভাসিয়ে দলকে উৎসাহ দিয়েছেন তারা। প্রায় দুই দশক পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরে এসে মরক্কো প্রথম অংশগ্রহণেই শিরোপা জিতে ইতিহাসে নাম লেখাল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা