ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

তিন বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসি

২০২৫ অক্টোবর ১৯ ২০:৩১:০৬

তিন বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাই এ বৈঠকের মূল উদ্দেশ্য।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশনের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা উপস্থিত থাকবেন। এ ছাড়াও সভায় যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র‍্যাব, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং পুলিশের বিশেষ শাখা (এসবি) ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ত্রয়োদশ নির্বাচনে নতুন তথ্য ও পরিসংখ্যান

প্রাক-প্রস্তুতিমূলক সভার কার্যপত্র অনুযায়ী, আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে যেমনটি ছিল দ্বাদশ সংসদ নির্বাচনে। ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ১৭১ জনে, যেখানে গতবার ছিল ১১ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৮০৯ জন, নারী ভোটার ৬ কোটি ২৩ লাখ ৬ হাজার ১৭৭ জন, আর হিজড়া ভোটার বেড়ে হয়েছে ১ হাজার ১৮৫ জন (গতবার ছিল ৮৫১ জন)।

এই বিপুল সংখ্যক ভোটার ভোট দেবেন ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রে, যা আগের নির্বাচনের চেয়ে কিছুটা বেশি (৪২ হাজার ১৪৮টি)। তবে ভোটকক্ষ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

প্রশাসনিক প্রস্তুতি

ইসি জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৬৬ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। আগের নির্বাচনে ৬৪ জেলা প্রশাসক ও ২ জন বিভাগীয় কমিশনার এই দায়িত্বে ছিলেন। এবারও কারা রিটার্নিং অফিসার হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

সহকারী রিটার্নিং অফিসার হিসেবে গতবার দায়িত্বে ছিলেন ৫৯২ জন কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (৪৯৫), স্থানীয় সরকারের উপপরিচালক (১৪), অতিরিক্ত জেলা প্রশাসক (৮), জোনাল এক্সিকিউটিভ অফিসার (১১), উপজেলা নির্বাচন অফিসার (৫৬) এবং অন্যান্য (৮ জন)। এবারও নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে সভায়।

আলোচ্য ১৩টি গুরুত্বপূর্ণ বিষয়

ইসির কর্মকর্তারা জানান, বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোট ১৩টি বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—

১) ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ

২) আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় ও সুসংহতকরণ পরিকল্পনা

৩) সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা

৪) অবৈধ অস্ত্র ব্যবহার প্রতিরোধ ও দমন কার্যক্রম

৫) সাইবার নিরাপত্তা জোরদার এবং এআই-ভিত্তিক ভুয়া তথ্য প্রতিরোধ ব্যবস্থা

৬) বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ

৭) সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা চূড়ান্তকরণ

৮) পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পরিবহনে হেলিকপ্টার সহায়তা

৯) নির্বাচন চলাকালে ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা

১০) ভোটার ও ভোটকেন্দ্রের তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন

১১) নির্বাচনী এলাকায় দ্রুত প্রতিক্রিয়া বাহিনী মোতায়েন পরিকল্পনা

১২) সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার

১৩) ভোটগ্রহণ কর্মকর্তা ও কর্মীদের সুরক্ষা নিশ্চিতকরণ

এক কর্মকর্তা জানান, সভায় বিশেষভাবে গুরুত্ব পাবে সাইবার নিরাপত্তা ও বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা বিষয়টি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত