ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
শাপলা জাতীয় প্রতীক, এনসিপির নয়: নীলার ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ব্যবহার নিয়ে অনড় অবস্থান নিয়েছে। রোববার (১৯ অক্টোবর) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের কাছে লিখিত দাবি দেন, যাতে নির্বাচন পরিচালনা বিধিমালায় জাতীয় প্রতীকের অন্তর্ভুক্তি ও প্রতীক হিসেবে শাপলার ব্যবহার নিয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি স্পষ্ট করা হয়।
এদিকে, এনসিপিকে কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না, তা ব্যাখ্যা করেছেন সাবেক এনসিপি নেত্রী ও অভিনেত্রী নীলা ইস্রাফিল। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শাপলা শুধুই একটি ফুল নয়, এটি বাংলাদেশের জাতীয় প্রতীক। সংবিধানের দ্বিতীয় তফশিলে স্পষ্টভাবে বলা আছে, জাতীয় প্রতীকে শাপলা ফুলকে কেন্দ্র করে ধান, পাট ও জ্যোতির্ময় সূর্য ব্যবহার করা হয়েছে।
নীলা ইস্রাফিল উল্লেখ করেছেন, Election Symbols (Allocation and Registration) Order, 1972 অনুযায়ী নির্বাচন কমিশনের কর্তৃত্ব আছে প্রতীকের তালিকা নির্ধারণ ও অনুমোদনের ক্ষেত্রে। সেই আইন অনুযায়ী জাতীয় প্রতীক, ধর্মীয় চিহ্ন বা রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক কোনো রাজনৈতিক দলকে দেওয়া যায় না। এর ফলে শাপলা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যায় না, কারণ এটি রাষ্ট্রীয় পরিচয়ের অংশ এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহারে রাষ্ট্রের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে।
তিনি আরও বলেছেন, যারা যুক্তি দেন ধানের শীষ জাতীয় উপাদান হিসেবে, তাদের জন্যও স্পষ্ট করা জরুরি যে ধানের শীষ কোনো রাষ্ট্রীয় প্রতীক নয়। শাপলা রাষ্ট্রের প্রতীক এবং কোনো দলের নয়। প্রতীক মানে শুধু ভোট নয়, এটি বিশ্বাসের চিহ্ন, এবং শাপলার বিশ্বাস সব নাগরিকের, কোনো দলের নয়। নৈতিকতা, সংবিধান এবং আইন একই কথা বলছে—শাপলা রাষ্ট্রের প্রতীক, দলীয় প্রতীক নয়, এবং এটি রাজনীতির বাইরে রাখা উচিত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার