ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশ

২০২৫ অক্টোবর ১৮ ২০:৫৫:১৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ওয়ানডেতে আবারও জয়ের দেখা পেল, যা যেন এক সময় ভুলে গিয়েছিল দলটি। শেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটি অবশেষে আজ মিরপুরে ঘুরে দাঁড়াল, টানা চার হারের পর জিতল ৭৪ রানে।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ, যা আধুনিক ওয়ানডে ক্রিকেটে খুব বড় কোনো লক্ষ্য নয়। তবে শুরুটা দারুণ করে ক্যারিবিয়ান দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং, উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে ফেলেন তাঁরা।

সেই কঠিন মুহূর্তে জয়ের আশা বাঁচিয়ে রাখেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। মাত্র ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বল হাতে ম্যাজিক দেখান—মিরপুরের উইকেটের সুবিধা কাজে লাগিয়ে একে একে তুলে নেন প্রথম পাঁচ উইকেট। ১ উইকেটে ৭৯ রান করা ওয়েস্ট ইন্ডিজ তখন ধসে পড়ে, স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৯২।

এরপর মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ যোগ দেন উইকেট নেওয়ার উৎসবে। শেষ উইকেটটিও তুলে নেন রিশাদ হোসেন, ৩৫ রানে ৬ উইকেট নিয়ে গড়েন দুর্দান্ত এক কীর্তি। এতে ১৩৩ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা।

ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি রিশাদ গড়েছেন আরও কিছু রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে কোনো ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে প্রথমবারের মতো ৫ উইকেটের কীর্তি গড়লেন তিনি। আগের রেকর্ড ছিল রাজিন সালেহর, যিনি ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেট নেওয়ার কীর্তিও গড়লেন রিশাদ। সবমিলিয়ে দেশের চতুর্থ বোলার হিসেবে এক ইনিংসে ৬ উইকেট নেওয়ার তালিকায় নাম লেখালেন তিনি আগে এই তালিকায় ছিলেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০৭ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। অভিষেক ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে আসে ৪৬ রান। ২০০ স্ট্রাইক রেটে ২৬ রান করে মূল্যবান অবদান রাখেন রিশাদ হোসেনও।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত