ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
নতুন কর্মসূচি দিল জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হয়। মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরাও পুলিশি যানবাহনে ভাঙচুর চালায়।
ঘটনার প্রতিক্রিয়ায় এবং তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে জুলাই যোদ্ধা সংসদ রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সারাদেশের জেলা শহরের প্রধান মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।
সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। তাই রোববার তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হলো।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি চাই। যদি এই স্বীকৃতি না পাই, ভবিষ্যতে আর কেউ এ দেশের জন্য আত্মত্যাগে উৎসাহী হবে না।”
জুলাই যোদ্ধাদের তিন মূল দাবি হলো-
১. জুলাই শহীদদের জাতীয় বীর এবং আহত বা পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দেওয়া।
২. শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণা।
৩. দায়মুক্তি ও সুরক্ষা আইন প্রণয়ন, যাতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের হয়রানি না করা হয়।
মাসুদ রানা অভিযোগ করেন, “আলী রীয়াজ স্যার বলেছেন আহত ও শহীদ পরিবারকে আইনি সুরক্ষা দিতে হবে, কিন্তু জুলাই সনদের পঞ্চম ধারায় এ উল্লেখ নেই। তাহলে কি আমাদের সঙ্গে আরেকটি প্রতারণা হলো?”
তিনি আরও জানান, বিগত এক মাসে সরকার ও ঐকমত্য কমিশনের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু দাবিগুলো সনদে অন্তর্ভুক্ত হয়নি। শান্তিপূর্ণভাবে অপেক্ষা করা সত্ত্বেও সরকার আলোচনায় বসেনি।
সৌরভ বলেন, “সকাল ১০টা ৩৫ মিনিটে আমরা মঞ্চে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করি। সাড়ে ১২টার দিকে কমিশনের প্রতিনিধি দল আসে। আমরা তিন মিনিট সময় চেয়েছিলাম নিজেদের মধ্যে কথা বলার জন্য, কিন্তু পুলিশ সময় না দিয়ে হঠাৎ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে।”
তিনি দাবি করেন, “আমাদের ওপর এমনভাবে হামলা চালানো হয়েছে, যেন আমরা এই রাষ্ট্রের শত্রু। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?