ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

কেউ আঘাত করেনি, দুর্ঘটনার সত্য জানাল ইয়াসিনের মা

ইনজামামুল হক পার্থ
ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৭ ২০:০১:০৩

কেউ আঘাত করেনি, দুর্ঘটনার সত্য জানাল ইয়াসিনের মা

ইনজামামুল হক পার্থ: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসিতে সিমেন্ট মেশিনের চাকায় হাত কেটে গুরুতর আহত হয়েছে ফুল বিক্রেতা শিশু ইয়াসিন। শুরুতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলেও পরে জানা যায়, এটি একটি দুর্ঘটনা ছিল কেউ তাকে আঘাত করেনি। বর্তমানে চিকিৎসা সহায়তা ও আর্থিক সহযোগিতা দিয়ে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় টিএসসিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে চলমান নির্মাণকাজের অংশ হিসেবে সিমেন্ট মেশানোর জন্য একটি গাড়ি রাখা ছিল। অসাবধানবশত ইয়াসিন সেই গাড়ির ঘূর্ণায়মান চাকায় হাত দিলে তার আঙুল কেটে যায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়, ইয়াসিনকে কেউ আঘাত করেছে। তবে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ইয়াসিনের মায়ের বরাতে জানা যায়, ঘটনাটি পুরোপুরি দুর্ঘটনাজনিত। তিনি বলেন, “গতকাল ইয়াসিন মায়ের ভয়ে মিথ্যা বলেছিল। আসলে সে ভুলক্রমে সিমেন্ট মেশানো গাড়িতে হাত দেয়, চাকাটা ঘুরার সময় তার হাত কেটে যায়। কেউ ওকে আঘাত করেনি।”

ইয়াসিন টিএসসিতে ফুল ও চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করে। দুর্ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শেখ তানভীর বারী হামিমসহ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী ইয়াসিনের চিকিৎসা ও ওষুধের দায়িত্ব নেন।

শিক্ষার্থী মনজুরুল ইসলাম ও আব্দুল্লাহ আর রাইহানের সহায়তায় তার চিকিৎসা সম্পন্ন হয়। বর্তমানে ইয়াসিনকে টিএসসিতে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, আঙুলের অর্ধেক অংশ কেটে বাদ দিতে হয়েছে। ভবিষ্যতে সে পুরোপুরি হাতের ব্যবহার ফিরে পাবে কি না তা এখনই বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ইয়াসিনের চিকিৎসা ও পুনর্বাসনে তারা একসঙ্গে কাজ করবেন। তারা সবার কাছে শিশুটির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত