ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ফিফা তালিকায় বাংলাদেশের উন্নতি

২০২৫ অক্টোবর ১৭ ১৮:৫৩:১১

ফিফা তালিকায় বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক: হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আজ শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ তালিকায় ১৮৪ থেকে ১৮৩তম স্থানে উঠে এসেছে হামজা-জামালরা।

গত ১৮ সেপ্টেম্বর ফিফার প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ। অক্টোবর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচের ফল এই উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে।

ঘরের মাঠে ৩-৪ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, তবে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট অর্জন করে। র‌্যাংকিংয়ে নিজেদের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের মাঠে এই ড্র বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়িয়েছে, যা ফিফার তালিকায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

আগামী নভেম্বর ফিফার শেষ আন্তর্জাতিক উইন্ডোতে আবারও মাঠে নামবে লাল-সবুজ। ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে বাফুফে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। এই দুই ম্যাচে জিততে পারলে র‌্যাংকিংয়ে বাংলাদেশের আরও উন্নতির সম্ভাবনা রয়েছে।

এদিকে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে স্পেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে দ্বিতীয় ও ফ্রান্স নেমে তৃতীয় স্থানে। এশিয়ার মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে জাপান (১৯)। ভারত দুই ধাপ পিছিয়ে ১৩৬তম, আর বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকং দুই ধাপ নেমে ১৪৬তম স্থানে। একই গ্রুপে থাকা সিঙ্গাপুর ভারতকে হারিয়ে তিন ধাপ এগিয়ে ১৫৫তম হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ