ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সেঞ্চুরির মঞ্চে সাইফ! কোচ সিমন্সের চোখে চমকপ্রদ প্যাকেজ

২০২৫ অক্টোবর ১৭ ১৮:৪৬:৩৪

সেঞ্চুরির মঞ্চে সাইফ! কোচ সিমন্সের চোখে চমকপ্রদ প্যাকেজ

স্পোর্টস ডেস্ক :সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাইফ হাসান। দ্বিতীয় দফায় জাতীয় দলে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। তার ধারাবাহিক নৈপুণ্যে মুগ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আগামী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাইফকে ঘিরে বেশ আশাবাদী তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে কোচ সিমন্স বলেন, “সাইফ অবশ্যই বল হাতে একটি সারপ্রাইজ প্যাকেজ। আমি আশা করিনি যে সে এখানে এসে এতটা ভালো করবে। তবে তার ব্যাটিং আমি আগেও দেখেছি। দারুণ ব্যাপার হলো, সে এখন সুযোগ পেয়ে দেখাচ্ছে যে সে কী করতে পারে। আপনি বলতে পারেন এটা এক ধরনের চমক, কিন্তু আমরা আগে থেকেই জানতাম তার সক্ষমতা সম্পর্কে। এখন সে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, আর আমি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির অপেক্ষায় আছি।”

বল হাতেও সাইফের উন্নতি মুগ্ধ করেছে সিমন্সকে। তিনি আরও বলেন, “আমি মনে করি সাইফ এবং শামীম—দুজনেই বোলিংয়ে অবদান রাখতে পারে এবং ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে সক্ষম। তবে সাম্প্রতিক সময়ে আমাদের মূল বোলাররাই এত ভালো করছে যে অনেক সময় ষষ্ঠ বোলারের দরকারই হচ্ছে না। তবুও সাইফদের দিয়ে অতিরিক্ত কিছু ওভার করানো গেলে সেটা আমাদের জন্য বড় একটা সুবিধা।”

সাইফের সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস দলকে যেমন চাঙা করেছে, তেমনি আসন্ন সিরিজে তার কাছ থেকে বড় কিছু দেখার প্রত্যাশাও তৈরি হয়েছে। কোচের চোখে, তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি এখন শুধু সময়ের ব্যাপার।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত