ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

জুলাই বিপ্লবের অপরাধীদের বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: অ্যাটর্নি জেনারেল

২০২৫ অক্টোবর ১৭ ১৮:১৪:৫৬

জুলাই বিপ্লবের অপরাধীদের বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: যারা ‘জুলাই বিপ্লবে’ অপরাধের সঙ্গে জড়িত, সরকার তাদের বিচারের জন্য জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শিক্ষক সমিতি মিলনায়তনে ‘জিয়া সাইবার ফোর্স’ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, তা ক্ষণিকের। নির্বাচনে কোনো বাধা হবে না। বিজয় আইন ও জনগণের হবে। তিনি আরও বলেন, নির্বাচন ও বিচারের ব্যাপারে সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সে পথে অনেক মতবাদ, মতপার্থক্য থাকবে। তা কীভাবে মোকাবিলা করতে হবে, তা সরকার ভালোভাবে জানে। সুতরাং, বিচলিত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই।

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি অ্যাটর্নি জেনারেল।

জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সরকারের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭-১৮ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে। সেই অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত