ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
সংসদ ভবনে উত্তেজনা: জুলাই যোদ্ধাদের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের
.jpg)
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থানরত জুলাই যোদ্ধাদের সরে যেতে আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি সতর্ক করে বলেন, আহ্বান না মানলে পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন দফা দাবিতে জুলাই যোদ্ধারা ফটক টপকে প্রবেশ করে মঞ্চের সামনে অবস্থান নেন। পরে তারা সেখানে সাজানো অতিথি চেয়ারে বসে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চে উপস্থিত এক প্রতিনিধি মাইকে তাদের শান্ত হতে অনুরোধ করেন। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের একাধিক দল।
আজকের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ‘জুলাই সনদে’ স্বাক্ষর করার কথা রয়েছে। তবে অনুষ্ঠানে যোগ দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল।
গতকাল এক বিবৃতিতে এনসিপি জানায়, আইনি ভিত্তি ও পরিষ্কার নির্দেশনা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করা অর্থহীন হবে। একইভাবে, সংবিধানের চারটি মূলনীতি এবং আরও কয়েকটি মৌলিক বিষয় অন্তর্ভুক্ত না থাকায় সনদে সই না করার ঘোষণা দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে, শেষ পর্যন্ত সব দলই জুলাই সনদে স্বাক্ষর করবে। কমিশন জানিয়েছে, আজ যারা সই করবেন না, তারাও পরবর্তীতে সনদে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত, তার আগেই জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম