ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধারা

২০২৫ অক্টোবর ১৭ ১৩:১৩:০৮

তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি স্বীকৃতি ও নিজেদের দায়মুক্তিসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর তারা সংসদ ভবনের ফটক টপকে ভেতরে প্রবেশ করে সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেন বলে জানা গেছে।

জুলাই যোদ্ধাদের তিন দফা দাবি হলো—

১️) জুলাই সনদ সংশোধন,

২️) সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং

৩️) জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।

জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই জুলাই যোদ্ধারা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন এবং মঞ্চে অতিথিদের আসনে বসে স্লোগান দিতে শুরু করেন।

জুলাই যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন জানান, গতকাল রাত থেকেই আমরা দক্ষিণ প্লাজার সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই আজ আমরা বাধ্য হয়েই জুলাই সনদ স্বাক্ষর মঞ্চে অবস্থান নিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত