ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ঢাকায় আজ কোথায়-কখন কোন কর্মসূচি

২০২৫ অক্টোবর ১৭ ১০:৫৬:৩১

ঢাকায় আজ কোথায়-কখন কোন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাতে প্রায় প্রতিদিনি বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মসূচি

সকাল ১০টা: বাংলামোটরের নেভি কলোনিতে জাতীয় শ্রমিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডিবির ব্রিফিং

সকাল ১১টা ৩০ মিনিট: ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে। এই বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

জামায়াত কর্মসূচি

দুপুর ২টা ৩০ মিনিট: মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

বিকেল ৪টা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিবের অংশগ্রহণ

বিকেল ৪টা: মানিক মিয়া এভিনিউয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই কর্মসূচিগুলো রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক জীবনকে চিত্রিত করছে এবং নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সময়সূচী হিসেবে বিবেচিত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত