ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
কপিল শর্মার কানাডার ক্যাফেতে আবারও হা'মলা

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে। গত ৪ মাসে এটি নিয়ে তৃতীয়বারের মতো তার ক্যাফেতে হামলার ঘটনা ঘটলো।
বুধবার (১৫ অক্টোবর) এই ঘটনা ঘটে।
জানা গেছে, গ্যাংস্টার গোল্ডি ঢিঁলো এবং কুলদীপ সিধু এই ঘটনার দায় স্বীকার করেছে। এই দুই ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানোর দায় স্বীকার করেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন সশস্ত্র ব্যক্তি কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। জানা যায়, ক্যাফে লক্ষ্য করে অন্তত হাফ ডজন গুলি করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লরেন্স বিষ্ণোই গ্যাং তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এই ঘটনা সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর জন্য ঘটানো হয়েছে, যাতে তারা এই ক্যাফে থেকে দূরে থাকে।
পাশাপাশি, যারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত, সেই সব মানুষদেরও লরেন্স বিষ্ণোই গ্যাং সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তারাও খুব তাড়াতাড়ি তাদের কাজের ফল পাবে এবং বুলেট যেকোনো দিক থেকেই আসতে পারে। এর আগে ৮ আগস্ট কপিল শর্মার ক্যাফেতে হামলা হয়েছিল, সেই সময়ে অন্তত ২৫টি গুলি চালানো হয়েছিল।
এছাড়া, কিছুদিন আগে কপিল শর্মা একটি হুমকি ফোন পেয়েছিলেন, যেখানে তার কাছ থেকে ১ কোটি রুপি দাবি করা হয়েছিল। জানা গেছে, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর একাধিক নম্বর থেকে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম করে এই হুমকি ফোন আসে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কলকাতা থেকে দিলীপ চৌধুরী নামে একজনকে গ্রেফতার করেছে, যিনি আগামী ৩০ তারিখ পর্যন্ত হেফাজতে থাকবেন। পুলিশ সূত্র অনুযায়ী, দিলীপ চৌধুরীই সরাসরি কপিল শর্মাকে ফোন করে ১ কোটি রুপি না দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দিয়েছিলেন। তবে কেন তিনি এই পদক্ষেপ নিলেন, তা এখনও জানা যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার