ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ভোটার তালিকা ও প্রশাসনিক প্রস্তুতি
ইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকসহ ছয় মন্ত্রণালয়ের সঙ্গে
.jpg)
নিজস্ব প্রতিবেদক: আগামী সংসদ নির্বাচনের সফল ও স্বচ্ছ ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২২ অক্টোবর সকালে সরকারের ছয়টি বিভাগের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে। এতে বাংলাদেশ ব্যাংকও অংশগ্রহণ করবে বলে ইসি সূত্র জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা, ভোটকেন্দ্র প্রস্তুতি, প্যানেল তৈরিসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সহযোগিতা অপরিহার্য। সেই উদ্দেশ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহিমা আক্তার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক জবদুল ইসলাম।
একই সঙ্গে, ইসি সোমবার থেকে মাঠ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করবে, যা ১১ নভেম্বর পর্যন্ত চলবে।
অপরদিকে, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন জানান, যুক্তরাষ্ট্রের চারটি মিশনে এই কার্যক্রম এখন কার্যকর। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেশনে প্রবাসীদের নিবন্ধন ও ভোটার কার্যক্রম চলছে। এই সমস্ত স্টেশনে মোট ১৪ হাজার এনআইডি বিতরণ করা হয়েছে।
এক সপ্তাহ ধরে এনআইডি বা স্মার্টকার্ড ছাপানো বন্ধ রয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সফটওয়্যার জটিলতার কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে। কবে এটি স্বাভাবিক হবে, তা এখনও নির্দিষ্ট করা হয়নি।
নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে ইসি কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিসে থাকার নির্দেশ দিয়েছে। অফিস সময়ের পরেও কাজ চালানোর নির্দেশ জারি করা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীর বৃহস্পতিবার এই আদেশ প্রকাশ করেন। সূত্রের খবর, অতিরিক্ত সময় অফিস করার জন্য ইসি কর্মকর্তা-কর্মচারীরা আপ্যায়ন ভাতা পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর