ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ছাত্র-জনতার আন্দোলনে মাস্টারমাইন্ড ছিল না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই-আগস্টে রাজধানীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় কোনো একক নেতা বা মাস্টারমাইন্ডের দায়িত্ব নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ছয়জন নিহতের মামলায় সাক্ষ্য প্রদানকালে এ মন্তব্য করেন।
রাজধানীর চানখাঁরপুলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় জেরার জন্য দুপুর সোয়া ২টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হন আসিফ। পরে বিকেল ৩টার দিকে তিনি এজলাসে গিয়ে নিজের জবানবন্দি সম্পন্ন করেন। এদিন তিনি জানান, গত বছরের ৫ জুন কোটাপ্রথা পুনর্বহালের রায়ের পর ৫৮ জন সমন্বয়ক-সহসমন্বয়ক মিলে আন্দোলন শুরু করেছিলেন, যেখানে কোনো রাজনৈতিক দলের সরাসরি ইন্ধন ছিল না এবং সমন্বয়কদের মর্যাদা সমান ছিল।
জবাবে আসিফ মাহমুদ আরও বলেন, আন্দোলনের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করলে তিনি জানান, আন্দোলনের একাধিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া আন্দোলনের ব্যয়ভার নিজস্বভাবে ফান্ড সংগ্রহ করে বহন করা হয়েছে এবং কোনো বিদেশি ইন্ধন ছিল না।
জেরার সময় জানতে চাইলে তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে পুলিশি গুলিবিদ্ধ ঘটনায় তিনি প্রায় ২০০ মিটার দূরে ছিলেন। এই দূরত্ব থেকেও ঘটনার প্রাসঙ্গিক দৃশ্য দেখা সম্ভব ছিল।
এর আগে ৯ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হয়ে আসিফ মাহমুদ তার জবানবন্দির প্রথম অংশ প্রদান করেছিলেন। সেদিনের সাক্ষ্য শেষ না হওয়ায় আজ তা সম্পূর্ণ করেছেন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি আন্দোলনের পটভূমি, ঘটনার বিবরণ এবং নিজেকে ডিবি পরিচয়ে রাতের আঁধারে গুম করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। এছাড়া তিনি অভিযোগ করেছেন, ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বিভিন্ন ব্যক্তি সরাসরি জড়িত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর