ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

২০২৫ অক্টোবর ১৬ ১৮:১১:৪২

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দল ঘোষণা করেছে। দলে এসেছে কিছু চমক ও পরিবর্তন, যেখানে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা। ইনজুরির কারণে লিটন দাসও এবার দল থেকে ছিটকে গেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আফগানিস্তান সিরিজে ভিসা জটিলতার কারণে খেলতে না পারা সৌম্য সরকার দলে ফিরে এসেছেন। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাঈম ও নাহিদ একটি করে ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তৃতীয় ওয়ানডেতে নাঈম ২৪ বল খেলে ৭ রান করেন, আর নাহিদ ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে কোনো উইকেট পাননি।

দলে ফেরা সৌম্য সরকার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ১০ বছরের ক্যারিয়ারে তিনি ৭৬ ওয়ানডেতে ২১৯৮ রান করেছেন। নতুন মুখ মাহিদুল ইসলাম একজন অভিজ্ঞ টেস্ট খেলোয়াড়; লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৪৪.৫৩ গড়ে ৩৪২৯ রান করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরের দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, প্রতিটি ম্যাচ শুরু বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ওয়ানডে দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্লোগানে উত্তাল ঢাবি ক্যাম্পাস

স্লোগানে উত্তাল ঢাবি ক্যাম্পাস

ঢাবি প্রতিনিধি: 'ক্যাম্পাস টু কান্ট্রি, ইলেকশন ইন ফেব্রুয়ারি' স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার... বিস্তারিত