ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

কামাল আকবরের দাবি: পরিকল্পিতভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে জুলাই ফাউন্ডেশন

২০২৫ অক্টোবর ১৬ ১৭:৩১:৪৩

কামাল আকবরের দাবি: পরিকল্পিতভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে জুলাই ফাউন্ডেশন

মো: আবু তাহের নয়ন :জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে বিতর্কিত হয়ে পড়েছে। ‘ভুয়া যোদ্ধা যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন’ শিরোনামের সংবাদ এবং ‘ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা সহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা’ শিরোনামের প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন ও ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যপূর্ণ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ফাউন্ডেশনটি জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের ত্যাগ, আদর্শ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন, সুচিকিৎসা, এবং সম্মানজনক সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে।

তিনি বলেন, ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড দেশের বিভিন্ন অঞ্চলে উদাহরণ স্থাপন করছে। ঠিক সেই সময়, ছয় মাস আগের একটি ভুয়া জুলাই যোদ্ধা যাচাই সংক্রান্ত ঘটনার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এটি স্পষ্টভাবে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে। কামাল আকবরের মতে, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম এবং জাতীয় প্রত্যাশিত জুলাই সনদের বাস্তবায়নের সময় এই ধরনের মামলা ফাউন্ডেশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হিসেবে দেখা যায়। তিনি বলেন, এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্য বহন করছে।

ফাউন্ডেশন এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং মিডিয়া ট্রায়ালের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। কামাল আকবর আরও বলেন, এই দেশের জনগণ সব ধরনের নিপীড়ন, নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নতুন বাংলাদেশ গঠনে অংশ নিচ্ছে। ২০২৪-এর গণ-অভ্যুত্থানে নিপীড়িত ও নির্যাতিত জনগণের অধিকার রক্ষায় লড়াই করা যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য নিয়েই গঠিত এই ফাউন্ডেশন। তাই ফাউন্ডেশনের কোনো সদস্য কখনোই নির্যাতন বা নিপীড়নের সঙ্গে যুক্ত হতে পারে না, এবং তারা সর্বদাই এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।

এছাড়া কামাল আকবর উল্লেখ করেন, ফাউন্ডেশন আইন ও বিচার ব্যবস্থার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল, তাই মামলাটি স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে সকল ধরনের সহযোগিতা করবে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব সদস্য দৃঢ়ভাবে বিশ্বাস করে—সত্য, ন্যায় এবং ন্যায্যতা অবশ্যম্ভাবীভাবে প্রতিষ্ঠিত হবে। এই দেশ থেকে নিপীড়ন ও নির্যাতনের মতো অমানবিক কার্যক্রম চিরতরে নির্মূল করতে তারা সর্বোচ্চ শ্রম ও মেধা নিয়োগে বদ্ধপরিকর। ফাউন্ডেশনের পক্ষ থেকে এর কোনো সদস্যকে কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো সুযোগ দেয়া হবে না।

ফাউন্ডেশনটি জনগণের বিশ্বাস ও আস্থা রক্ষা, শহীদ পরিবারের মর্যাদা নিশ্চিত করা এবং জাতীয় আদর্শ ও ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। কামাল আকবরের বক্তব্যে স্পষ্ট হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শুধু অতীতের জন্য নয়, বরং নতুন প্রজন্মকে মানবিকতা, ন্যায় ও সততার পাঠদান নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে, এবং এই লক্ষ্য বাস্তবায়নে তাদের প্রতিটি পদক্ষেপ নির্ভীক ও সংকল্পবদ্ধ।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্লোগানে উত্তাল ঢাবি ক্যাম্পাস

স্লোগানে উত্তাল ঢাবি ক্যাম্পাস

ঢাবি প্রতিনিধি: 'ক্যাম্পাস টু কান্ট্রি, ইলেকশন ইন ফেব্রুয়ারি' স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার... বিস্তারিত