ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
বৈঠক ব্যর্থ,আন্দোলন ত্বরান্বিত রাখার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক :শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা সংক্রান্ত দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকেও সমাধান আসেনি। বৈঠককে ‘আইওয়াশ’ দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা অংশ নেন। এতে জোটের সদস্য সচিবসহ ১৬ জন শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে ছিলেন অধ্যক্ষ মাঈন উদ্দিন, অধ্যক্ষ আলাউদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, নুরুল আমিন হেলালী, আবুল বাশার, তোফায়েল সরকার, শান্ত ইসলাম হাবিবুল্লাহ রাজু, মিজানুর রহমান, মিজানুর রহমান মাহিন, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, মো. রকিবুল হাসান রাসেল প্রমুখ।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে বৃদ্ধির দাবি জানিয়েছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে, তবে একবারে ২০ শতাংশ বৃদ্ধি সম্ভব নয়। ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে এবং বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনার জন্য শিক্ষক নেতাদের ডাকা হয়েছে।
মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া সংবলিত তিন দফা দাবিতে গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা অবরোধ কর্মসূচি শুরু করেন। সারাদেশ থেকে বিপুল শিক্ষক অংশ নেন। তবে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামানের কারণে তারা ছত্রভঙ্গ হন। পরের দিন সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালানো হয়।
মঙ্গলবার বিকেলে আন্দোলনরত শিক্ষকরা সচিবালয়ের অভিমুখে মিছিল করেন, যা হাইকোর্ট সংলগ্ন গেটে পুলিশ আটকে দেয়। বুধবার সকাল ১১টা থেকে পুনরায় শহীদ মিনারে সমবেত হন তারা। দাবি মেনে না নিলে শাহবাগ মোড় অবরোধের হুঁশিয়ারি দেন। পরে বিকেল ৪টা ৪০ মিনিটে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পরিবর্তনের ঘোষণা দেন। শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি