ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

রূপনগরে অ'গ্নিকা'ণ্ড: জড়িতদের বিচার-ক্ষতিপূরণ দাবি এনসিপির

২০২৫ অক্টোবর ১৬ ০০:৩৯:৪২

রূপনগরে অ'গ্নিকা'ণ্ড: জড়িতদের বিচার-ক্ষতিপূরণ দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে রাসায়নিকের অবৈধ গুদাম ও পোশাককারখানায় অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিকের মৃত্যুতে বিচার নিশ্চিত ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে (স্বাধীনতা চত্বর) অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়। সভাটি আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব সভায় বক্তব্যে তিন দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন:

অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

ঢাকা উত্তরের আবাসিক এলাকা থেকে অবিলম্বে সব রাসায়নিক গুদাম সরাতে হবে।

আরিফুল ইসলাম আরও বলেন, শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির দায় ও গাফিলতিও তদন্তের আওতায় আনতে হবে।

এতে এনসিপির কেন্দ্রীয় সংগঠক মনসুর আব্দুল্লাহ সঞ্চালক ছিলেন। সভায় কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, জায়েদ বিন নাসের, ঢাকা মহানগর উত্তরের সদস্য সরদার আমিনুল, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান, শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মডেল থানার যুগ্ম সমন্বয়কারী রাসেল তালুকদার, ফায়ার স্পেশালিস্ট ফয়সাল আহমেদ, পল্লবী থানার প্রতিনিধি রেহেনা আক্তার রুমা, তানভীর আহমেদ, রূপনগর থানার তাহমিনা শারমিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা সরকারের নির্লিপ্ততা এবং তদারকিতে ঘাটতির জন্য ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া তারা ঢাকা মহানগর উত্তরের আবাসিক এলাকা থেকে সব অবৈধ রাসায়নিক গুদাম ও পোশাককারখানা সরানোর জোর দাবি জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত