ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

খুবিতে একজন আজীবনসহ দুই ছাত্র বহিষ্কার

২০২৫ অক্টোবর ১৬ ০০:০২:৪৬

খুবিতে একজন আজীবনসহ দুই ছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন দুই শিক্ষার্থীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কটাক্ষমূলক মন্তব্যের কারণে বহিষ্কার করেছে।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে একজনকে আজীবন এবং অন্যজনকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা লঙ্ঘন করেছে।

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত বলেন, গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই সিদ্ধান্ত চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত