ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

হেনলি সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০০তম

২০২৫ অক্টোবর ১৫ ১৬:৪১:০৭

হেনলি সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০০তম

ডুয়া ডেস্ক: বিশ্বের ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান শক্তিশালী পাসপোর্ট সূচকে ১০০তম। মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

এই তালিকা প্রতি তিন মাস অন্তর প্রকাশিত হয়। সর্বশেষ জুলাই মাসে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম। বর্তমান সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। উভয় দেশের নাগরিকরা বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। যদিও বাংলাদেশি পর্যটকরা অভিযোগ করেন, ভিসামুক্ত দেশগুলিতেও প্রবেশে নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়।

শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর, যেখানে নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান। এর পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) ও জাপান (১৮৯ দেশ)। সূচকের নীচে রয়েছে আফগানিস্তান, যেখানে নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত সুবিধা ভোগ করতে পারেন।

হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচক আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে বিবেচনা করা হয়েছে, কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় কতগুলো দেশে যাওয়া সম্ভব। সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত