ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
এক ভোটকক্ষে দুই স্ট্যাম্পিং বুথ থাকবে : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক:আগামী জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে ‘শতাব্দীর নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। বড় পরিসরের এই নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন, বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সচিব আখতার আহমেদ অংশগ্রহণ করেন এবং বৈঠকের পর সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা, ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য ব্যবস্থা, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতি, আগাম পোস্টার-ব্যানার অপসারণসহ মোট ২২টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে চূড়ান্ত সমন্বয় করা হয়েছে।
ভোটের গতি বাড়ানোর জন্য একটি ভোটকক্ষে দুটি গোপন কক্ষ (স্ট্যাম্পিং বুথ) রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে ভোট দেওয়ার সময় কমবে এবং কেন্দ্রে ভিড় এড়ানো যাবে। প্রয়োজনে প্রতিটি বুথে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে, তবে ভোটকেন্দ্র বাড়ানোর সম্ভাবনা কম। প্রবাসী ভোটারদের জন্য বন্ধ থাকা নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে এবং তথ্য সংশোধনের জন্য ‘এডিট মোড’ যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ২ লাখ ১০ হাজারের বেশি প্রবাসী অ্যাপ ডাউনলোড করেছেন এবং প্রায় ১ লাখ প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।
ভোটের সঙ্গে জড়িত কর্মকর্তাদের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের আতিথ্য গ্রহণে নিষেধাজ্ঞা কঠোর করা হবে এবং এটি কার্যকর করতে তাদের ভাতা ও আর্থিক সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। ব্যালট পেপার প্রিন্টিং দেশের সরকারি প্রেসে এবং প্রবাসী ভোটের ব্যালট সেনাবাহিনীর নিরাপত্তা প্রেসে সম্পন্ন হচ্ছে। ডাক বিভাগকে তেজগাঁও ও বিমানবন্দর সর্টিং সেন্টার পরিদর্শন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের সহযোগিতায় স্থানীয়ভাবে উপযোগী ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া গণভোট, আউট-অব-কান্ট্রি ভোটিং, এআই অপব্যবহার প্রতিরোধ এবং ভোটার শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে মাইকিং, স্থানীয় প্রচারণা এবং টিভি কভারেজ বাড়ানোর জন্য গণমাধ্যমকেও সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে। চূড়ান্ত সময়-পর্যালোচনা ও ভোটের তারিখ ঘোষণার পর মূল কাজ আরও গতিশীল হবে এবং নতুন চ্যালেঞ্জ এলে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প