ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

মিথুন নিটিংয়ে চীনা বিনিয়োগ প্রস্তাব ফের বাতিল

২০২৫ অক্টোবর ১৫ ০০:২০:৫৯

মিথুন নিটিংয়ে চীনা বিনিয়োগ প্রস্তাব ফের বাতিল

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেড (বর্তমানে টয়ো নিটেক্স (সিইপিজেড) লিমিটেড) অধিগ্রহণের চীনা বিনিয়োগকারী ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল লিমিটেড-এর প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। কোম্পানিটির স্পন্সর শেয়ার স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর আগে,ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল মিথুন নিটিং-এর স্পন্সর শেয়ার অধিগ্রহণের জন্য বিএসইসি থেকে প্রাথমিক অনুমোদন পেয়েছিল। তবে, ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কোম্পানিটি সেই প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়।

নতুন করে আবেদন করার পর গত সপ্তাহে কমিশন কোম্পানিটির কাছে ব্যাখ্যা ও সহায়ক নথি চেয়েছিল। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসইসি জানায়, চীনা কোম্পানিটির জমা দেওয়া জবাব ছিল অসন্তোষজনক এবং তাতে পর্যাপ্ত প্রমাণভিত্তিক নথিপত্রের অভাব ছিল। এছাড়া, জমা দেওয়া সমঝোতা স্মারক (এমওইউ) অসম্পূর্ণ ছিল এবং এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ঘাটতি ছিল।

বিএসইসি স্পষ্ট করে জানিয়েছে, এই ত্রুটিগুলোর পরিপ্রেক্ষিতে, তারা এই পর্যায়ে টয়ো নিটেক্স লিমিটেডের ৫,৪৪,৯,০৫৮টি শেয়ারের স্থানান্তর অনুমোদন করতে পারছে না।

ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থা প্রাথমিকভাবে কোম্পানিকে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে তাদের ঋণ সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, কোম্পানিটি আংশিক পরিশোধের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে চেয়েছিল এবং ব্যাংকও প্রথমে তাতে সম্মত হয়েছিল। তবে, ব্যাংক পরবর্তীতে আপত্তি জানায় এবং এক বছরের অতিরিক্ত সুদ যুক্ত করে ঋণের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে ঋণ সংক্রান্ত বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

কোম্পানিটি ঋণ নিষ্পত্তির জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সমস্যাটি সমাধান হওয়ার পর অধিগ্রহণের আবেদন বিএসইসি-তে পুনরায় জমা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

গত বছর অক্টোবর মাসেও অধিগ্রহণের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় বিএসইসি একবার এই মালিকানা হস্তান্তরের অনুমোদন বাতিল করেছিল। প্রায় দশ মাস পর কোম্পানিটি পুনরায় অধিগ্রহণের জন্য আবেদন করেছিল।

উল্লেখ্য, চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে অবস্থিত মিথুন নিটিং-এর কারখানাটি ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে অকার্যকর রয়েছে। অ্যাকর্ড কর্তৃক বাধ্যতামূলক নিরাপত্তা সংস্কার পালনে ব্যর্থতা এবং বিইপিজাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বকেয়া প্রায় ২০ কোটি টাকা ঋণ পরিশোধ না করার কারণে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এর ইজারা বাতিল করা হয়।

গত বছরের জুনে বিএসইসি যখন প্রথমবার অধিগ্রহণের প্রাথমিক অনুমোদন দেয়, তখন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যবসার কার্যক্রম পুনরায় চালু করাই ছিল এর মূল লক্ষ্য। অনুমোদনের শর্ত অনুসারে, মিথুন নিটিং-এর প্রয়াত মো. মোজাম্মেল হক এবং তার আইনি উত্তরাধিকারীসহ অন্যান্যদের মালিকানাধীন ৫,৪৪,৯,০৫৮টি শেয়ার একটি শেয়ার ক্রয় চুক্তির মাধ্যমে ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনালের কাছে স্থানান্তরের কথা ছিল।

কমিশন অধিগ্রহণের জন্য কঠোর শর্তও আরোপ করেছিল। এর মধ্যে প্রধান শর্তগুলো ছিল- স্পন্সর ও পরিচালকদের সম্মিলিতভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ৩০ শতাংশ সব সময় ধারণ করতে হবে; নতুন শেয়ারহোল্ডারদের নিয়ে একটি পরিচালনা পর্ষদ গঠন করতে হবে; এবং পরিচালক ও শেয়ারহোল্ডারদের ধারণ করা শেয়ারগুলোর ওপর অতিরিক্ত তিন বছরের লক-ইন কার্যকর থাকবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত