ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
রেমিট্যান্স না এলে সরকারের টিকে থাকা কঠিন হত: প্রধান উপদেষ্টা
.jpg)
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনৈতিক অবস্থা ছিল সম্পূর্ণ লণ্ডভণ্ড। যদি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স না আসতো, তাহলে সরকারের টিকে থাকা কঠিন হয়ে যেত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় এমন পরিস্থিতি ছিল যে, কর্মচারীদের বেতন দেওয়া বা আন্তর্জাতিক ঋণ পরিশোধ করাও সম্ভব হচ্ছিল না। কোথা থেকে শুরু করব, সেটি নিয়েও অনিশ্চয়তা ছিল। সে সময় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই আমাদের জন্য এক বিশাল শক্তিতে পরিণত হয়।
তিনি আরও জানান, ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে কিছু নেতিবাচক প্রবণতা চিহ্নিত হয়েছে। ইতালির পক্ষ থেকে অভিযোগ এসেছে, অনেক সময় বাংলাদেশিরা বিদেশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই আচরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বলেন প্রধান উপদেষ্টা।
এর আগে রোমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউরের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সেখানে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং বাংলাদেশের স্কুলভিত্তিক খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে কার্ল স্কাউর ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ডব্লিউএফপির খাদ্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে বৈঠকে তিনটি নতুন খাতে সহযোগিতা চেয়ে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। আলোচনায় উঠে আসে গভীর সমুদ্র থেকে মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তি উন্নয়ন, এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা ও স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ স্থাপনের বিষয়গুলো।
ড. কু ডংইউ বৈঠকে বাংলাদেশকে উচ্চ কর্মদক্ষ দেশ হিসেবে আখ্যায়িত করে বলেন, এফএও বাংলাদেশকে কারিগরি সহায়তা ও উদ্ভাবনী খাতে সহযোগিতা জোরদার করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- মিউচুয়াল ফান্ডে আসছে বড় সংস্কার, খসড়া বিধিমালা প্রকাশ
- রেকর্ড উচ্চতায় আট শেয়ার, বিনিয়োগকারীদের উচ্ছ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি