ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
রেমিট্যান্স না এলে সরকারের টিকে থাকা কঠিন হত: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনৈতিক অবস্থা ছিল সম্পূর্ণ লণ্ডভণ্ড। যদি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স না আসতো, তাহলে সরকারের টিকে থাকা কঠিন হয়ে যেত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় এমন পরিস্থিতি ছিল যে, কর্মচারীদের বেতন দেওয়া বা আন্তর্জাতিক ঋণ পরিশোধ করাও সম্ভব হচ্ছিল না। কোথা থেকে শুরু করব, সেটি নিয়েও অনিশ্চয়তা ছিল। সে সময় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই আমাদের জন্য এক বিশাল শক্তিতে পরিণত হয়।
তিনি আরও জানান, ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে কিছু নেতিবাচক প্রবণতা চিহ্নিত হয়েছে। ইতালির পক্ষ থেকে অভিযোগ এসেছে, অনেক সময় বাংলাদেশিরা বিদেশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই আচরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বলেন প্রধান উপদেষ্টা।
এর আগে রোমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউরের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সেখানে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং বাংলাদেশের স্কুলভিত্তিক খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে কার্ল স্কাউর ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ডব্লিউএফপির খাদ্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে বৈঠকে তিনটি নতুন খাতে সহযোগিতা চেয়ে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। আলোচনায় উঠে আসে গভীর সমুদ্র থেকে মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তি উন্নয়ন, এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা ও স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ স্থাপনের বিষয়গুলো।
ড. কু ডংইউ বৈঠকে বাংলাদেশকে উচ্চ কর্মদক্ষ দেশ হিসেবে আখ্যায়িত করে বলেন, এফএও বাংলাদেশকে কারিগরি সহায়তা ও উদ্ভাবনী খাতে সহযোগিতা জোরদার করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি