ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ বনাম আফগানিস্তান: খেলাটি সরাসরি দেখুন (LIVE)

২০২৫ অক্টোবর ১৪ ১৮:২৮:৪৫

বাংলাদেশ বনাম আফগানিস্তান: খেলাটি সরাসরি দেখুন (LIVE)

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ (ক্লিন সুইপ) এড়ানোর লক্ষ্যে আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে মেহেদি মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা। অন্যদিকে, রশিদ খান, গুরবাজ ও ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।

১) ম্যাচের বিস্তারিত সময় ও স্থান

বিবরণ ও তথ্য

ম্যাচ; ৩য় ওয়ানডে (ODI)

তারিখ; ১৪ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার)

ভেন্যু; শেখ জায়েদ স্টেডিয়াম (Sheikh Zayed Stadium), আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

সময় (বাংলাদেশ সময়); সন্ধ্যা ৬টা ০০ মিনিট

২) ম্যাচের পরিস্থিতি ও চ্যালেঞ্জ

বাংলাদেশ: ফর্মে ফেরার কঠিন চ্যালেঞ্জ

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সেরা ছন্দে নেই বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা এবং ডেথ ওভারে বোলারদের লাইন-লেন্থ ধরে রাখতে না পারা দুটিই ছিল টাইগারদের হারের প্রধান কারণ। মেহেদি মিরাজদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এই ব্যর্থতা ভুলে দলগতভাবে ভালো পারফর্ম করা এবং আফগান স্পিন ও পেস আক্রমণের সামনে মিডল অর্ডারে দৃঢ়তা বজায় রাখা। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।

আফগানিস্তান: অপ্রতিরোধ্য ফর্মে আফগানরা

আফগানিস্তান দল তাদের চিরায়ত শক্তি, স্পিন বিভাগ, এবং ব্যাটিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ধারাবাহিক পারফরম্যান্সের ওপর ভর করে দারুণ ছন্দে রয়েছে। ফজলহক ফারুকি ও নবীন-উল-হকের পেস আক্রমণও শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলছে। আফগানরা এই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার কোনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জনের লক্ষ্য নিয়ে নামবে।

৩) সম্ভাব্য একাদশ

সিরিজ হাতছাড়া হওয়ায় বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে টপ-অর্ডারে ব্যর্থতার কারণে কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পেতে পারেন।

সম্ভাব্য একাদশ;

বাংলাদেশ; বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান

হোয়াইটওয়াশ এড়াতে অফ ফর্মে থাকা তানজিদ তামিমের বদলে নাঈম শেখ এবং জাকের আলীর বদলে শামীমকে একাদশে ফিরতে পারেন।

আফগানিস্তান;

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ/ইকরাম আলিখিল, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নবীন-উল-হক।

চোটের কারণে রহমত শাহ অনুপস্থিত থাকতে পারেন, তার জায়গায় ইকরাম আলিখিল খেলার সম্ভাবনা রয়েছে। আফগানরা জয়ের কম্বিনেশন ধরে রাখতে চাইতে পারে।

৪) ম্যাচটি কোথায় দেখা যাবে?

বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার এই সিরিজের খেলাগুলো দেশের একাধিক টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছে:

প্ল্যাটফর্ম ও সম্প্রচার মাধ্যম

ফ্রিতে দেখতে এখানেক্লিক করুন

টিভি চ্যানেল টি স্পোর্টস (T Sports), নাগরিক টিভি (Nagorik TV)

অনলাইন/স্ট্রিমিং, টফি (Toffee) অ্যাপ/ওয়েবসাইট, ফ্যানকোড (FanCode) (ভারতে)

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত