ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
শিক্ষকদের 'মার্চ টু সচিবালয়' মঙ্গলবার, চলবে লাগাতার কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় 'মার্চ টু সচিবালয়' কর্মসূচি পালন করবেন।
সোমবার (১৩ অক্টোবর) দিনভর লাগাতার অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার দুপুর ১২টায় তারা সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন। সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে এবং শিক্ষকরা রাতে শহীদ মিনারেই অবস্থান করবেন।
শিক্ষক নেতা এস এম ফরিদ উদ্দিন বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি পূরণের প্রজ্ঞাপন জারি না হয়, ততক্ষণ তারা শহীদ মিনার থেকে সরছেন না। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলবে।
এর আগে, রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়। ওই দিন বিকেল থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। সোমবার দিনভর কর্মসূচি চলাকালে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী রবিবার শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এই সরকারের কাছ থেকে এটি আশা করিনি। আমাদের পাঁচ সহযোদ্ধা শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের তিনটি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে।"
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সকাল থেকেই অনেক শিক্ষক ক্লাস নেওয়া থেকে বিরত ছিলেন। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও পাঠদানসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম