ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ঐতিহাসিক জুলাই সনদ: কারা থাকছেন মঞ্চে, জানা গেল

২০২৫ অক্টোবর ১৩ ১৬:৩৭:৩৩

ঐতিহাসিক জুলাই সনদ: কারা থাকছেন মঞ্চে, জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে আগামী শুক্রবার, ১৭ অক্টোবর। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঐতিহাসিক এ সনদে স্বাক্ষর করবেন।

এর আগে সনদ স্বাক্ষরের তারিখ নির্ধারিত ছিল ১৫ অক্টোবর। তবে সময় পিছিয়ে দেওয়া হয় দুটি কারণে—রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা ও সমঝোতার সুযোগ তৈরি করা এবং জনসমাগম ও যানজট এড়াতে সপ্তাহের ছুটির দিন শুক্রবার নির্ধারণ করা।

ঐকমত্য কমিশনের সূত্র জানায়, এই সময়ের মধ্যে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে আরও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ চলছে। যদিও সংবিধান ও গণভোট-সংক্রান্ত কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, তবুও অংশগ্রহণে সব রাজনৈতিক দলই আগ্রহ দেখিয়েছে।

এ পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল দু’জন করে প্রতিনিধির নাম কমিশনের কাছে পাঠিয়েছে। ইসলামী আন্দোলনসহ বাকি তিনটি ইসলামী রাজনৈতিক দলও সর্বশেষ তাদের প্রতিনিধিদের নাম জমা দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে সনদে স্বাক্ষর করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ। জামায়াতের প্রতিনিধিত্ব করবেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরওয়ার। এনসিপির পক্ষে থাকবেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন।

অন্যদিকে, নাগরিক ঐক্যের পক্ষ থেকে মাহমুদুর রহমান মান্না ও শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল, এবং এবি (আমার বাংলাদেশ) পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ সনদে স্বাক্ষর করবেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর, সংশোধন ও পরিমার্জনের পর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত ভাষ্য ৩৩টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়ে প্রতিটি দলকে স্বাক্ষরের জন্য দু’জন প্রতিনিধির নাম পাঠাতে অনুরোধ জানানো হয়।

ঐকমত্য কমিশন জানিয়েছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ শেষে খুব শিগগিরই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ সরকারকে জমা দেওয়া হবে। একই সঙ্গে দলগুলোর কাছেও সেই চূড়ান্ত সনদ ও সুপারিশের কপি পাঠানো হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত