ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

২০২৫ অক্টোবর ১৩ ১৪:০৮:২৩

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক দিন ঠিক হয়েছে। আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইনে দেখে নিতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১৩ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহসহ সব শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল সকাল ১০টায় প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় ফলাফল প্রকাশের অনুমোদন দিয়েছে।

ফলাফল দেখার জন্য শিক্ষার্থীরা প্রথমেwww.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে Result কর্ণার এ ক্লিক করে সংশ্লিষ্ট বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রদান করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও শিক্ষার্থীরা স্ব স্ব ফলাফল সংগ্রহ করতে পারবেন।

ফলাফলের পর যদি কেউ পুনঃনিরীক্ষণের আবেদন করতে চায়, তাদের জন্য আবেদন শুরু হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণ করতে হলে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ফি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া এবং শর্তাবলি শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে সংশোধিত ফলাফল পাওয়া সম্ভব। আবেদন ফি ও প্রক্রিয়া শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন থেকে এবং শেষ হয় ১৯ আগস্ট। বিভিন্ন কারণে কিছু পরীক্ষা স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের পরে পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।

চলতি বছরের পরীক্ষায় মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারাদেশে ২ হাজার ৭৯৭টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। ফলে মোট প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে নিজের রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবেন। প্রতিষ্ঠানগুলোও EIIN ব্যবহার করে গ্রুপ রেজাল্ট দেখতে পারবে। শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে, ফলাফল সংক্রান্ত কোনো বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত