ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ইসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম, কর্মকর্তা বরখাস্ত

২০২৫ অক্টোবর ১৩ ১০:২৮:০০

ইসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম, কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনৈতিক সুবিধা গ্রহণ ও জালিয়াতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত সচিবালয়ের অধীনে তদন্তের পর নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, বরখাস্তকৃত কর্মকর্তা হলেন মো. আবু সুফিয়ান মোল্লা, যিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ ও প্রতারণার মাধ্যমে পরীক্ষার্থীকে সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধের প্রকৃতি ও জনস্বার্থ বিবেচনায় তাকে সরকারি পদে থাকা থেকে বিরত রাখা সমীচীন। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় মো. আবু সুফিয়ান মোল্লা প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন।

অন্তত, আদেশটি জনস্বার্থে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে অবিলম্বে কার্যকর হবে। যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত