ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
বৈষম্যহীন নবম পে স্কেল চেয়ে সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম
.jpg)
নিজস্ব প্রতিবেদক: সরকারি ১১-২০ গ্রেডের চাকরিজীবীরা বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে সর্বনিম্ন বেতন ৩২ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে ১৩ গ্রেডের নতুন কাঠামোর প্রস্তাবও দিয়েছেন তারা।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে ‘১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম’। সংগঠনের নেতারা জানান, তাদের প্রস্তাবের মূল লক্ষ্য হলো নিচের গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং ন্যায্য আর্থিক কাঠামো প্রতিষ্ঠা করা।
দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৮০ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশনে ৭০ শতাংশ এবং সিটি এলাকার বাইরে ৬০ শতাংশ নির্ধারণ করা। পাশাপাশি চিকিৎসা ভাতা ৬ হাজার, শিক্ষা ভাতা (প্রতি সন্তান) ৩ হাজার, ঢাকায় যাতায়াত ভাতা ৩ হাজার ও অন্যান্য এলাকায় ২ হাজার, ইউটিলিটি ভাতা ২ হাজার এবং টিফিন ভাতা দৈনিক ১০০ টাকা (মাসে ২,২০০) করার দাবি জানানো হয়।
এছাড়া, বৈশাখী ভাতা ৫০ শতাংশ, ঝুঁকি ভাতা ২ হাজার টাকা এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে কর্মরতদের জন্য অতিরিক্ত ৪০ শতাংশ বিশেষ ভাতা প্রদানের প্রস্তাব দেওয়া হয়। পেনশন সুবিধা ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ এবং আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করার দাবিও তোলা হয়।
গত জুলাইয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনে ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ গঠন করে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম