ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
বৈষম্যহীন নবম পে স্কেল চেয়ে সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক: সরকারি ১১-২০ গ্রেডের চাকরিজীবীরা বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে সর্বনিম্ন বেতন ৩২ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে ১৩ গ্রেডের নতুন কাঠামোর প্রস্তাবও দিয়েছেন তারা।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে ‘১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম’। সংগঠনের নেতারা জানান, তাদের প্রস্তাবের মূল লক্ষ্য হলো নিচের গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং ন্যায্য আর্থিক কাঠামো প্রতিষ্ঠা করা।
দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৮০ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশনে ৭০ শতাংশ এবং সিটি এলাকার বাইরে ৬০ শতাংশ নির্ধারণ করা। পাশাপাশি চিকিৎসা ভাতা ৬ হাজার, শিক্ষা ভাতা (প্রতি সন্তান) ৩ হাজার, ঢাকায় যাতায়াত ভাতা ৩ হাজার ও অন্যান্য এলাকায় ২ হাজার, ইউটিলিটি ভাতা ২ হাজার এবং টিফিন ভাতা দৈনিক ১০০ টাকা (মাসে ২,২০০) করার দাবি জানানো হয়।
এছাড়া, বৈশাখী ভাতা ৫০ শতাংশ, ঝুঁকি ভাতা ২ হাজার টাকা এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে কর্মরতদের জন্য অতিরিক্ত ৪০ শতাংশ বিশেষ ভাতা প্রদানের প্রস্তাব দেওয়া হয়। পেনশন সুবিধা ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ এবং আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করার দাবিও তোলা হয়।
গত জুলাইয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনে ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ গঠন করে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো