ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

গণভোট নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ

২০২৬ জানুয়ারি ১৫ ১৫:০৫:১৩

গণভোট নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র কাঠামো সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই সনদ’কে সংবিধানে অন্তর্ভুক্ত করতে এবং আসন্ন গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘গণভোট ২০২৬’ উপলক্ষ্যে এই প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি প্রধান লক্ষ্য (ম্যান্ডেট) নিয়ে কাজ করছে। বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনা এবং দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই তৈরি হয়েছে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’। এই সনদকে স্থায়ীভাবে সংবিধানে রূপ দেওয়ার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন একযোগে গণভোটের আয়োজন করা হচ্ছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালানো হবে। এ লক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তৈরি করা ভিডিও ক্লিপগুলো তৃণমূল পর্যায়ে প্রচার করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ মানুষের কাছে এই বারবার্তা পৌঁছে দেওয়া হবে।

সভায় মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয় যেন তারা নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব এবং জুলাই সনদের বিস্তারিত প্রস্তাবসমূহ তুলে ধরেন। কর্মকর্তাদের বলা হয়, এই গণভোটের মাধ্যমেই আগামীর গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের ভিত্তি স্থাপিত হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গণভোটের কারিগরি দিক এবং জনমত তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত