ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সুইজারল্যান্ডে ফুল স্কলার্শিপে মাস্টার্স, আবেদন করবেন যেভাবে

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১১ ১৩:০২:৫৫

সুইজারল্যান্ডে ফুল স্কলার্শিপে মাস্টার্স, আবেদন করবেন যেভাবে

মোবারক হোসেন: ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ দিতে আবারও দারুণ সুযোগ এনে দিয়েছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে মর্যাদাপূর্ণ মাস্টার্স স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীরা এবারও পাচ্ছেন মাসিক ভাতা ও ফি মওকুফসহ সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স পড়ার সুযোগ।

প্রতিবছরের মতো এবারও লুসান বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য ১০টি মাস্টার্স স্কলারশিপ দিচ্ছে। মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইইএ)–এর বাইরে থাকা শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তিপ্রাপ্তরা মাসে পাবেন ১ হাজার ৬০০ সুইস ফ্রাঁ, যা পুরো মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ (এক বছর ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত) অব্যাহত থাকবে। টিউশন ফি সম্পূর্ণ মওকুফ থাকলেও প্রতি সেমিস্টারে মাত্র ৮০ সুইস ফ্রাঁ রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে।

প্রোগ্রাম ও অনুষদসমূহ

লুসান বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে রয়েছে বহুবিধ মাস্টার্স প্রোগ্রাম-

আন্তবিভাগীয় প্রোগ্রাম

কলা অনুষদ

জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান

ভূবিজ্ঞান ও পরিবেশ

ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান

সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান

আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন

ব্যবসায় ও অর্থনীতি অনুষদ

যোগ্যতার শর্ত

বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যা লুসান বিশ্ববিদ্যালয়ের মানসম্মত।

একাডেমিক ফলাফল ধারাবাহিকভাবে ভালো হতে হবে।

ইংরেজি বা ফ্রেঞ্চে অন্তত C1 লেভেলের দক্ষতা থাকতে হবে।

অন্যান্য ব্যয়ভার বহনের সক্ষমতার প্রমাণ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আবেদন করতে পারবেন না।

বয়সসীমা নেই।

বৃত্তির সুবিধা

মাসে ১,৬০০ সুইস ফ্রাঁ ভাতা

টিউশন ফি সম্পূর্ণ মওকুফ

ইউরোপে পড়াশোনার সুযোগ

আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ

বিশ্বমানের অধ্যাপকদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ

প্রয়োজনীয় কাগজপত্র

পূর্ণাঙ্গ আবেদন ফরম ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

মাধ্যমিক সনদ, পাসপোর্ট কপি, সিভি, ছবি

দুটি সুপারিশপত্র ও মোটিভেশন লেটার

ভাষা দক্ষতার প্রমাণপত্র (IELTS/TOEFL)

প্রশাসনিক ফি প্রদানের প্রমাণ (২০০ সুইস ফ্রাঁ)

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হবে অনলাইনে। একবারেই একই ফরমে ভর্তি ও স্কলারশিপের আবেদন সম্পন্ন হবে। সব নথি একটি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। অসম্পূর্ণ বা ই-মেইলে পাঠানো আবেদন গ্রহণযোগ্য নয়। যেসব দেশ Lisbon Recognition Convention–এ সই করেনি, তাদের ক্ষেত্রে ডাকযোগে সিলযুক্ত কপি পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৫ফলাফল প্রকাশ: ২০২৬ সালের এপ্রিলের শুরুতেবিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন: https://www.unil.ch

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রার বিনিময় হার (১১ অক্টোবর)

আজকের মুদ্রার বিনিময় হার (১১ অক্টোবর)

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক লেনদেনও দিনদিন বেড়ে চলেছে। দেশের ব্যবসা-বাণিজ্যকে সুষ্ঠু রাখতে এবং মুদ্রা... বিস্তারিত