ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি শুরু

২০২৫ অক্টোবর ১১ ১০:৪৩:০৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের অন্তর্ভুক্ত ডিসিপ্লিনসমূহে ভর্তির লক্ষ্যে প্রার্থীকে নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ২১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। শনিবার (১১ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতাআবেদনকারীর খুলনা বিশ্ববিদ্যালয় বা সমমানের দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তিন, চার বা পাঁচ বছরের স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে কমপক্ষে ১৬ বছরের শিক্ষাকাল শেষ করতে হবে; তিন বছরের স্নাতক ডিগ্রিধারীর ক্ষেত্রে ১৫ বছরের শিক্ষাকাল এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে, তবে ক্লাস শুরুর দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে। স্কুল ভিত্তিক ন্যূনতম গ্রেড পয়েন্ট বা যোগ্যতা সিজিপিএ ২.২৫ থেকে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি।

ভর্তিযোগ্য ডিসিপ্লিনসমূহ

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল: স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান।

জীববিজ্ঞান স্কুল: এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট।

ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল: ব্যবসায় প্রশাসন, মানসম্পদ ব্যবস্থাপনা।

কলা ও মানবিক স্কুল: ইংরেজি, বাংলা, ইতিহাস ও সভ্যতা।

সামাজিক বিজ্ঞান স্কুল: অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা।

চারুকলা স্কুল: ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য।

আইন স্কুল: আইন।

শিক্ষা স্কুল: শিক্ষা।

ভর্তি আবেদন ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ku.ac.bd) এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন অফিসসমূহ থেকে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত