ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

শিক্ষা ও সাহিত্যের আলোকবর্তিকা আর নেই

২০২৫ অক্টোবর ১০ ১৮:২০:৪৮

শিক্ষা ও সাহিত্যের আলোকবর্তিকা আর নেই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক,কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক মনজুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৫১ সালে জন্মগ্রহণ করা এই শিক্ষাবিদ জীবদ্দশায় বাংলা একাডেমি, একুশে পদকসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তার অবদান সারাজীবন প্রশংসিত হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত