ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

হামজার ফ্রি-কিকে এগিয়ে বাংলাদেশ

২০২৫ অক্টোবর ০৯ ২০:২৩:৪৯

হামজার ফ্রি-কিকে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচের মাত্র ১৩ মিনিটেই লাল-সবুজ শিবিরে উচ্ছ্বাস ছড়ান ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বক্সের বাইরে থেকে তার নেওয়া নিখুঁত ফ্রি-কিক হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গোলবারে জড়িয়ে পড়ে। বলটি ঠেকাতে ব্যর্থ হন হংকংয়ের গোলরক্ষক।

বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। এর আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন তিনি। এবার ফ্রি-কিক থেকে আরও একবার নিজের নৈপুণ্যে আলো ছড়ালেন এই মিডফিল্ডার।

ম্যাচের শুরু থেকেই হংকং বলের দখলে এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণ গড়তে পারেনি। বাংলাদেশের ডিফেন্স এখন পর্যন্ত তাদের প্রতিটি প্রচেষ্টা ঠেকিয়ে রেখেছে দৃঢ়ভাবে।

অন্যদিকে, আজ গ্রুপ ‘সি’-এর অন্য ম্যাচে সিঙ্গাপুর ভারতের সঙ্গে ১-১ ড্র করেছে। এতে ৫ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর শীর্ষে রয়েছে। হংকংকে হারাতে পারলে বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরার লড়াইয়ে থাকবে। এমনকি ম্যাচ ড্র হলেও এশিয়ান কাপ খেলার আশা গাণিতিকভাবে টিকে থাকবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত