ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

দুই সিনিয়র সাংবাদিক ‘মার্কেট গরম করছেন’: প্রেস সচিব

২০২৫ অক্টোবর ০৯ ১৭:৩৬:৫৯

দুই সিনিয়র সাংবাদিক ‘মার্কেট গরম করছেন’: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষ নির্বাচনের ফেব্রুয়ারির তারিখকে ইতিবাচকভাবে গ্রহণ করছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কিছু তথাকথিত সিনিয়র সাংবাদিক এ বিষয়ে বিভ্রান্তি তৈরি করছেন। তিনি বলেন, তারা দুই-একটা সময়ে টেলিভিশনে এসে বলেন, আমরা দেখি সোজা বাংলায় যাকে বলে ‘তারা মার্কেট গরম করতে চান’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিব আরও বলেন, আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের ট্রেন তো ইতিমধ্যেই ছেড়ে গেছে। গ্রামাঞ্চলে গেলে বোঝা যাবে, নির্বাচনের জন্য ক্রেজ ও উত্তাপ কতটা। আজকেই একটি দল তাদের নির্বাচনী প্রার্থীর নাম ঘোষণা করেছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত