ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

অন্যায় ও গণতন্ত্র ধ্বংসের দায় শেখ হাসিনাকে নিতে হবে: রিজভী

২০২৫ অক্টোবর ০৯ ১৭:২৮:২৪

অন্যায় ও গণতন্ত্র ধ্বংসের দায় শেখ হাসিনাকে নিতে হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক :বিএনপি পরিবারের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনার আমলে যে অন্যায়, নিপীড়ন ও গণতন্ত্র ধ্বংসের ঘটনা ঘটেছে, তার দায় তাকে নিজেকেই নিতে হবে।” রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গদি রক্ষার জন্য গুম, বিচারবহির্ভূত হত্যা ও ক্রসফায়ারে দেয়া হচ্ছে। নীলফামারীতে বিএনপি পরিবারের পক্ষ থেকে নিহত নেতা তেলী মোস্তাকিন আলীর পরিবারের হাতে উপহার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, চার-পাঁচজন নেতার হত্যাকাণ্ডও মূলত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালানোর কারণে ঘটেছে।

তিনি সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে উদ্দেশ্য করে বলেন, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এমন অমানবিক কাজ করা মান্য নয়। বর্ষীয়ান নেতারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও এখনও বিএনপির সঙ্গে যুক্ত রয়েছেন এবং সক্রিয়ভাবে কাজ করছেন। রিজভী বলেন, যারা অন্যায়, দুর্নীতি বা হত্যাকাণ্ডে যুক্ত, তাদের জন্য সেফ এক্সিট প্রয়োজন হতে পারে, কিন্তু সত্যিকার সততার পথে থাকা ব্যক্তির কাছে সেফ এক্সিটের প্রয়োজন হয় না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সুগম করা উচিত এবং তার আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করা জরুরি। রিজভী উল্লেখ করেন, ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় গণতান্ত্রিক দলগুলো সমর্থন করেছিল এবং আশা করেছিলো সুষ্ঠু কিছু কার্যক্রম হবে।

অনুষ্ঠানে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুর বিএনপি নেতা শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক অনুদান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খ্যাতিমান সংগীতশিল্পী বেবী নাজনীন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অসংখ্য স্থানীয় নেতা-কর্মী।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত