ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

ডাকসুতে স্থাপনের পুরো প্রক্রিয়াটিই নিয়ম মেনে করা হয়েছে : উপাচার্য

২০২৫ অক্টোবর ০৯ ১২:২২:০৪

ডাকসুতে স্থাপনের পুরো প্রক্রিয়াটিই নিয়ম মেনে করা হয়েছে : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে নিয়মবহির্ভূতভাবে এসি লাগানোর অনুমোদন দেওয়ার অভিযোগ উঠে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন পুরো প্রক্রিয়াটিই নিয়ম মেনে করা হয়েছে। নিয়মের বাইরে কিছু করা হয়নি।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

তিনি৷ বলেন, প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং সেকশনে মূল্যায়ন, ফাইনান্স থেকে বাজেট যাচাই এবং বরাদ্দকরণ, তারপর ট্রেজারারের দপ্তর হয়ে উপাচার্যের দপ্তর এসি স্থাপনের পুরো প্রক্রিয়াটিই নিয়ম মেনে করা হয়েছে। এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।

তিনি আরো বলেন, ‘আমি চাই এটি শিক্ষার্থীদের জন্য একটি হাবে পরিণত হোক; প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হোক, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত আসবে, মতবিনিময় করবে।

ডাকসুকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে ডাকসুর সভাপতি বলেন, আজ আমি আছি কাল অন্য কেউ আসবে। কিন্তু ডাকসু ছাত্রদের অধিকার রক্ষার স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে থাকবে। আমার সামর্থ্যের মধ্য দিয়ে আমি সেটিকে এগিয়ে নিতে চাই।’

এদিকে এসি লাগানোর বিষয়ে চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বক্তব্য। কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত