ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সিভিল এভিয়েশনে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে

২০২৫ অক্টোবর ০৯ ০৯:২১:৩৫

সিভিল এভিয়েশনে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে

ডুয়া ডেস্ক: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে সামাজিক বিজ্ঞান বিভাগের জন্য ‘সহকারী শিক্ষক’ পদে নতুনভাবে জনবল নেবে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থী এবং শিক্ষকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই পদে এক জন প্রার্থী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৪ অক্টোবরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংক্রান্ত বিস্তারিত তথ্য অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন গ্রেড-১০ (বিএড ডিগ্রিসহ) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং গ্রেড-১১ (বিএড ডিগ্রি ছাড়া) ১২,৫০০-৩০,২৩১ টাকা। এছাড়া বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগরভাতা, উৎসবভাতা, ইংরেজি ভার্সন ভাতা, বিশেষ ভাতা এবং চাকুরি স্থায়ীকরণের পর পিএফ ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।

চাকরিটি ফুল টাইম এবং নারী-পুরুষ উভয় প্রার্থীর জন্য উন্মুক্ত। বয়সসীমা ১ নভেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কর্মস্থল হবে ঢাকার তেজগাঁও। আবেদন ফি অনলাইনের মাধ্যমে ৬০০ টাকা।

আগ্রহী প্রার্থীরা সরাসরি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন শেষ তারিখ ২৪ অক্টোবর ২০২৫।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত